আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রি শুরু হবে ২ অক্টোবর আজ বুধবার থেকে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। যাত্রীরা ১১ থেকে ১৫ অক্টোবরের যাত্রার জন্য কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে ২ অক্টোবর বিক্রি করা হবে ১১ অক্টোবরের টিকিট, ৩ অক্টাবর ১২ অক্টোবরের টিকিট, ৪ অক্টোবর ১৩ অক্টোবরের টিকেট, ৫ অক্টোবর ১৪ অক্টোবরের এবং ৬ অক্টোবর বিক্রি করা হবে ১৫ অক্টাবরের টিকেট। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদযাত্রীদের প্রতিদিন ৫০-৬০ হাজার আসনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর পাশাপাশি থাকবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যাত্রীদের যাতায়াতের জন্য ঈদ স্পেশাল ট্রেন থাকবে। ঈদের আগের তিনদিন থেকে স্পেশাল সার্ভিস চালু করা হবে। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ৫ জোড়া ও পশ্চিমাঞ্চলে ৪ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ঈদের দিন চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন। ৯টি বিশেষ ট্রেন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাবে। রেলওয়ে রিটার্ন টিকিট বিক্রি শুরু হবে ৯ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। যাত্রীরা ১৮ থেকে ২২ অক্টোবরের যাত্রার জন্য এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ঘরে ফেরা মানুষের যাত্রা নিশ্চিত করতে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছাড়াও অতিরিক্ত কোচ (বগি) সংযোজন করবে রেলওয়ে। এবারও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।