আজকের প্রাথমিক সমাপনী পরীক্ষা আগামী শুক্রবার

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ শনিবার থেকে অবরোধ ডাকায় আজকের নির্ধারিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী শুক্রবার এ পরীক্ষাটির জন্য দিন পুনঃনির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ধৈর্যেরও সীমা থাকে। মনে হচ্ছে বিরোধীদল আমাদের শিশুদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। বন্ধের দিনেও তারা পরীক্ষা নিতে দিচ্ছে না। কিন্তু আমরা তো তাদের মতো অমানবিক হতে পারি না, আমাদের সন্তানদের হিংস্রতার মধ্যে  ফেলে দিতে পারি না। তাই বাধ্য হয়ে পরীক্ষা পেছাতে হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার। কিন্তু ওইদিন অবরোধ থাকায় তা আজ শনিবার নির্ধারণ করা হয়েছিলো। আজও পরীক্ষা পড়লো অবরোধের মধ্যে। ফলে পুনরায় পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করতে হলো।