আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

 

স্টাফ রিপোর্টার: সরকারি দল আওয়ামী লীগ আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। এদিন ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলায় মিছিল সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি। শুক্রবার বিকেলে  রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান। আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেয়া হয়েছে। যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। হানিফ বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সঙ্কট দেখা দিতো, ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। বিএনপি-জামায়াত এ নির্বাচন বন্ধ করতে ব্যাপক তাণ্ডব চালিয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের পর দেশে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে, দেশ ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ কারণে দিনটিকে ণতন্ত্রের বিজয় দিবস হিসেবে সারাদেশে মিছিল সমাবেশের মধ্যদিয়ে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।