অস্ত্র কেনা-বেচার তথ্য উদঘাটন করতে পুলিশ আলমডাঙ্গা শহর থেকে ৩ যুবককে আটক করেছে

 

 

আলমডাঙ্গা ব্যুরো: অস্ত্র কেনা-বেচার তথ্য উদঘাটন করতে পুলিশ গতকাল আলমডাঙ্গা শহর থেকে ৩ যুবককে আটক করেছে। মোবাইলফোনে রেকর্ডকৃত অস্ত্র কেনা-বেচা সংক্রান্ত কথাবার্তার সূত্র ধরে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই জিয়া আলমডাঙ্গা শহরের বাবলুর ছেলে বাপ্পী (২৮), রথতলার প্রবাসী নজরুল হকের ছেলে আব্দুল্লাহ (২৬) ও ক্যানেলপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে ডালিমকে (২৭) গ্রেফতার করেছে। মোবাইলফোনে তারা পরস্পরের সাথে অস্ত্র কেনা-বেচা সংক্রান্ত যে কথা বলেছিলো, রেকর্ডকৃত সেই কথাবার্তার সূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ডালিমের সাথে আব্দুল্লাহর মোবাইলে কথা হয়। ডালিম তা রেকর্ড করে। গ্রেফতারকৃতরা জানিয়েছে, কলেজপাড়ার এক আদমব্যবসায়ী একটি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনে। আর ওই অস্ত্র কিনতে অর্থের জোগান দেয় শহরের এক স্বর্ণব্যবসায়ী। পুলিশ তাদের গ্রেফতার করতে অভিযান চালালেও তাদেরকে আটক করতে পারেনি। বর্তমানে তারা পলাতক আছে। তবে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। আটক ডালিমের বাড়িতে অভিযান চালিয়ে গতকালই পুলিশ তার বিছানার নিচ থেকে রামদাসহ দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।