অবৈধ যানবাহনের পাটর্স বিক্রি ও শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর দায়ে অর্থদণ্ডাদেশ

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে অবৈধ যানবাহনের পার্টস বিক্রি ও পার্টসের দোকানে শিশুশ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন দোকানে এ বিষয়ে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত বলেছেন, এ ধরনের অপরাধ ধরা পড়লে আইনানুগ শক্ত ব্যবস্থা নেয়া হবে।

               জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভালাইপুর মোড়ে ভাই ভাই মেশিনারির স্বত্বাধিকারী রফিকুল ইসলামের দোকানে অবৈধ যানবাহনের পার্টস বিক্রি ও পার্টসের দোকানে শিশুশ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে সাড়ে ৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। জরিমানার অর্থ সাথে সাথেই আদায় হয়। এছাড়া বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে শিশুশ্রমিক দিয়ে কাজ না করানো এবং অবৈধ যানবাহনের বিভিন্ন পার্টস বিক্রি না করার জন্য সতর্ক করে দেন।