অবৈধ পথে মালয়েশিয়াযাওয়ার সময় আটক ১৪

 

 

স্টাফ রিপোর্টার: সমুদ্রপথেমালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ১৪ যাত্রীকে কামারখন্দ থানা পুলিশ আটককরেছে। এসময় মাইক্রোবাসসহ চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরেসঙ্ঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সাধারণ মানুষকেমালয়েশিয়া পাঠানোর কথা বলে ফায়দা লুটছিলো।আটককৃত দালাল নুরুল ইসলামের বাড়ি কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাটগ্রামে। আটক যাত্রীরা হলেন-কামারখন্দ উপজেলার বদিউজ্জামান, কামরুল ইসলাম, আল আমীন, হাসান, আবদুল আলীম, সুরত জামান, মোহাম্মদ জামান, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, সারোয়ার হোসেন, হান্নান, নুরুল ইসলাম, জহিরুল ইসলাম এবংবাবলু। এছাড়া আটক মাইক্রোবাসচালক আবদুল জলিল এবং হেলপার আবুল হোসেনকেওপুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের হাসেন আলীর ছেলে দালাল নুরুলইসলাম মালয়েশিয়ায় থাকতেন। সম্প্রতি দেশে ফিরে অবৈধ পথে মালয়েশিয়ায় লোকপাঠানো পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে মালয়েশিয়ার লোক পৌঁছে দেয়ার পরজনপ্রতি ২ লাখ করে দাবি করে। অলিখিত চুক্তি করে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয়কাগজপত্র ছাড়াই উপজেলার কয়েকটি গ্রামের ১৪ বেকার যুবককে মাইক্রোবাসেকক্সবাজার নিয়ে যাচ্ছিলো। আটকের পর জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম জানিয়েছে, কক্সবাজার থেকে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা রওনা হয়েছিলো। গোপনেখবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কের কামারখন্দএলাকার নলকা এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।