অবৈধযান নির্মাণ ও চালানোর অভিযোগে ৪ জনকে অর্থদণ্ড

দর্শনা লোকনাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

দর্শনা অফিস: নসিমন, করিমন ও আলমসাধু চলাচলে ব্যাপকভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অবৈধযান বন্ধে চুয়াডাঙ্গা বিআরটিএ’র পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধযান নির্মাণ প্রতিষ্ঠান ও চালকদের জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামানের নেতৃত্বে দর্শনা বাসস্ট্যান্ড ও লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় অবৈধযান নির্মাণ ও মেরামতের অভিযোগে দর্শনা বাসস্ট্যান্ডের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জাহাঙ্গীর আলমকে ৩ হাজার হাজার টাকা, হাবিবুর রহমানকে ৪ হাজার টাকা, আরেফিনকে ১ হাজার টাকা, লোকনাথপুরের বাবুকে ১ হাজার টাকা, আলমসাধুচালক দুখু ও জুবায়েরকে ৮শ টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজ, ব্র্যাঞ্চ সহকারী কামরুজ্জামান প্রমুখ।