অবশেষে ১ ও ৩ মে বেরোবির ভর্তি পরীক্ষা

 

স্টাফ রিপোর্টার: শনির দশা কেটে উঠে অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। আগামী ১ ও ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১টি বিষয়ের ৬টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ৮ মে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি কমিটি সূত্রে আরো জানা যায়, প্রতিদিন ৩টি করে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরো জানা যায়, ১ মে সকাল সাড়ে ৯টায় এ ইউনিট, বেলা সাড়ে ১১টায় বি ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩ মে সকাল সাড়ে ৯টায় ডি ইউনিট, বেলা সাড়ে ১১টায় ই ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd/www.admission.brur.ac.bd)  পাওয়া যাবে।