অপসাংবাদিকদের রুখতে মূলধারার সাংবাদিকদের সোচ্চার হতে হবে

মেহেরপুরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর

 

মেহেরপুর অফিস: সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা ও সচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউটি (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। বক্তব্যে দেশের গুণী এই সাংবাদিক বলেন, একজন সাংবাদিককে যতোদিন মানুষ বিশ্বাস করবেন ততোদিন তিনি সাংবাদিক থাকবেন। মিডিয়া এবং সাংবাদিকদের ওপর মানুষের এখনো আস্থা ও বিশ্বাস রয়েছে। এই আস্থা ধরে রাখার দায়িত্ব সাংবাদিকদেরই। অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা এই পেশাকে যেন কলঙ্কিত না করে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। মূল ধারার সাংবাকিদদের অপসাংবাদিকতা রুখতে এখনই সোচ্চার হওয়া জরুরি। সাংবাদিক নামধারী অপকর্মকারীদের সংখ্যা বাড়ছে। সাংবাদিকতার মর্যাদা ধরে রাখতে সাংবাদিকদের স্ব স্ব অবস্থান থেকে এসবের প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের নিবন্ধন ও ডাটাবেজ তৈরীর মধ্যদিয়ে কে সাংবাদিকতা করেন এবং কে সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যবসা করেন তা চিহ্নিত করার কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে সাংবাদিকদের কল্যাণে সরকারের গঠিত কল্যাণ ট্রাস্ট্রের কার্যক্রমের বর্ণনা দেন তিনি। আন্তর্জাতিক সাংবাদিক ইউনিয়নের প্রথম ঘোষণা পত্রের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা পেশা অন্যান্য পেশার মত বেশি অর্থ উপার্জনের পথ নয়। অর্থের চিন্তা না করে দেশ ও জনগণের প্রতি দ্বায়বদ্ধতা থেকেই কাজ করতে হবে। সাংবাদিতার একাল-সেকালের তুলনা করে বর্তমানের জন্য নিজেকে তৈরী করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান পিআইবি মহাপরিচালক। গতকাল তিনদিনের প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে। সমাপনী অনুষ্ঠানে মেহেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। স্বাগত বক্তব্য রাখেন পিআইবি রিপোর্টার জিলহাজ উদ্দীন নিপুন। বক্তব্য রাখেন প্রেসক্লাব উপদেষ্টা তুহিন আরন্য, সাংবাদিক রফিকুল আলম ও দিলরুবা আক্তার। সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে জেলার বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।