অনুমোদন ছাড়াই ওষুধ বিক্রি : অর্থদণ্ডাদেশ

চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

 

জাফরপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ের ওষুধ দোকানি জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির দোকান খোলার অপরাধে গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মামুনুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ডাদেশ দেন।

জানা গেছে, জাফরপুর মোড়ে মো. জাহাঙ্গীর আলম ওষুধের দোকান খুলে ওষুধ বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে। গতকাল এ দোকানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে ওষুধ বিক্রির অনুমোদনপত্র তথা লাইসেন্স আছে কিনা জানতে চান। অনুমোদন পত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টরে ১৮ (ক) এবং গ ধরায় ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন, সদর থানার এসআই ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স।