অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু তামিমের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় চকলেট কিনে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা

 

স্টাফ রিপোর্টার: অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে পাঁচ বছর বয়সী তামিম। গতকাল বিকেলে চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই শিশু তামিমের লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া ছাগলাপাড়ার দিনমজুর সাইদ হোসেন শামের একমাত্র সন্তান তানবিন হাসান তামিম (৫) বাড়ির পাশের আরিফের দোকানে যায় চকলেট কিনতে। চকলেট নিয়ে সে দৌড়ে বাড়ি ফিরছিলো। এ সময় যাত্রী বোঝাই একটি অটোবাইকে চাপা পড়ে। এতে তার মাথা রক্তাক্ত জখম হয়। ঘটনাস্থলেই নিহত হয় তামিম। একই গ্রামের স্কুলপাড়ার মৃত পিয়ার আলীর ছেলে রবগুলের অটোবাইকে তামিমের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ঘটনার সাথে সাথে অটোচালক রবগুল পালিয়ে যায়। তবে অটোবাইকটি উত্তেজিত জনতা ভাঙচুর করে। একমাত্র সন্তানের বিয়োগ ব্যথায় বারবার মূর্ছা যাচ্ছিলেন তামিমের মা তানিয়া। তামিম নিহত হওয়ার পর গাড়াবাড়িয়া গ্রামে একটি সালিস বসে। ওই সালিসে তামিমের পিতাকে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা দেন অটোমালিক। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামের মেম্বার জিল্লুর রহমান। পরে গতরাত সাড়ে ১১টায় গাড়াবাড়িয়া জামে মসজিদের কবর স্থানে তামিমের লাশ দাফন সম্পন্ন হয়।