অগ্নিকাণ্ডে পানবরজ ভস্মীভূত : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আলমডাঙ্গার জুগিরহুদা ও বলেশ্বরপুরে ভুট্টার ডাটা পোড়াতে গিয়ে বিপত্তি

 

জুগিরহুদা ও বলেশ্বরপুর থেকে ফিরে অনিক সাইফুল: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা ও বলেশ্বরপুর গ্রামে ভুট্টাক্ষেতে ডাটা পোড়তে গিয়ে বিপত্তি ঘটেছে। পৃথক দুটি স্থানে পানবরজে আগুন লেগে প্রায় ১১ বিঘা পানবরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে পানবরজ, ধানক্ষেতসহ ভুট্টাক্ষেত ও কাঁঠালগাছ এবং জামগাছ। কৃষকেদের মাথায় হাত একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে ভুট্টাক্ষেতের ডাটায় আগুন দিতে যায় আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামে মকসেদের ঘরজামাই নজরুল। ভুট্টাক্ষেতে আগুন দিতে গেলে জুগিরহুদা গ্রামের শাহাজানের ছেলে হোসেনের ১ বিঘা পানবরজে আগুন লেগে যায়। এ সময় অবস্থা বেগতিক দেখে নজরুল পালিয়ে যায়।

অপরদিকে আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে মাঠে ছড়িয়ে পড়ে। ওই গ্রামের মুনছুরের ছেলে রহমানের ১ বিঘা, মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলী হোসেনের ১ বিঘা পানবরজে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া হোসেনের ধানক্ষেতে আগুল লেগে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। সংবাদ পেয়ে গ্রামবাসী মাঠে শ্যালোমেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা দমকলবাহিনী ঘটনাস্থলে উপস্তিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে আলমডাঙ্গার আইসহাস ইউনিয়নের বলেশ্বরপুরের মাঠে আগুন লেগে প্রায় ৬ বিঘা পানবরজ ভস্মীভূত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে একই গ্রামের কুদরতের ছেলে শাফায়েত তার নিজ পানবরজের পাশে ভুট্টাক্ষেতের ডাটা পোড়াচ্ছিলেন। এ সময় একটি দমকা বাতাশে তার নিজের ১০ কাঠা পানবরজে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় শামসুলের ১০ কাঠা, মোজ্জাম্মেলের ১০ কাঠা, ফজলের ১০ কাঠা, ইদ্রিসের ১৮ কাঠা, বেল্টুর ৫ কাঠা পানবরজ পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া শাফায়েতের আম, কাঁঠাল ও জামগাছে আগুন লেগে গাছ পুড়ে যায়। এছাড়া পানবরজের পাশের কাঁচাভুট্টা ক্ষেত আগুনে পুড়ে বিনষ্ট হয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা দমকলবাহিনী গ্রামে পৌঁছুলেও মাঠে যাওয়ার রাস্তা না পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে গেছে। এ নিয়ে বলেশ্বরপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।