খেলার পাতার সব খবর

চুয়াডাঙ্গার হিজলগাড়িতে আন্তঃইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বিদ্যালয়মাঠে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বেগমপুর ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা। শিক্ষক হাসেম আলীর পরিচালনায় ও শিক্ষক আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, সাইফুল আজম মিন্টু, শিক্ষক নজরুল ইসলাম, সানজিদা আফরিন প্রমুখ।

 

চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁনমারী মাঠে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। দিনব্যাপী ৬৪টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে দুপুর ১টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, নুর-ই-আলম মোর্শেদা, প্রদীপন বিদ্যাপীঠের সাবেক অধ্যক্ষ একেএম মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস।

এদিকে গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ। দিনব্যাপী ৪০টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিনু, মনোয়ারুল ইসলাম মানু, সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ওয়ালীউল্লাহ সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। সহকারী শিক্ষক একরামুল হক সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শফিউল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রহমান, জাকির হোসেন ও জিয়াউর রহমান।

 

মরগানরুটের ব্যাটে ভারতকে হারাল ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটসম্যানদের বেঁধে রেখে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। বাকিটুকু সারতে কোনো সমস্যা হয়নি ওয়েন মরগান ও জো রুটের। তাদের দৃঢ়তাভরা ব্যাটিঙে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মরগানের দল।

কানপুরের গ্রিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করে ভারত। জবাবে ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় ৩.২ ওভার স্থায়ী ৪২ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয় ও স্যাম বিলিংস। চার বলের মধ্যে দু ব্যাটসম্যানকেই বোল্ড করেন উজবেন্দ্র চাহাল। ১১ বলে দুটি ছক্কায় ১৯ রান করেন রয়। বিলিংস ১০ বলে করেন ২২ রান।  জোড়া উইকেটের সুবিধা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় উইকেটে মরগানের সঙ্গে দারুণ জুটিতে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান রুট। অধিনায়ককে ফিরিয়ে ১১.৩ ওভার স্থায়ী ৮৩ রানের জুটি ভাঙেন অভিষিক্ত পারভেজ রসুল। ৩৮ বলে চারটি ছক্কা ও একটি চারে মর্গ্যান খেলেন ৫১ রানের চমৎকার এক ইনিংস। বেন স্টোকসকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন রুট। চারটি চারে ৪৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ইংলিশ টপঅর্ডার ব্যাটসম্যান। রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়েছিলো ভারত। দলটির অন্য স্পিনাররা এ ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি। পেসাররাও পারেননি কার্যকর কোনো ভূমিকা রাখতে।

আগে ব্যাট করতে নেমে ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই দুই অঙ্কে যান, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। শুরুতেই লোকেশ রাহুলকে হারানো স্বাগতিকরা প্রতিরোধ গড়ে বিরাট কোহলি ও সুরেশ রায়নার ব্যাটে। প্রথমবারের মতো দেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া কোহলি ফিরেন ২৬ বলে ২৯ রান করে। বাঁহাতি ব্যাটসম্যান রায়না বিদায় নেন ২৩ বলে ৩৪ রান করে। এরপর লড়াই করেন কেবল মহেন্দ্র সিং ধোনি। ২৭ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলকে দেড়শ’ রানের কাছাকাছি নিয়ে যান সাবেক এ অধিনায়ক।

তেমন কোনো জুটি গড়তে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটির ৩৪ রানই সর্বোচ্চ। ২১ রানে ২ উইকেট নেয়া ইংল্যান্ডের মইন আলী হয়েছেন ম্যাচসেরা। আগামী রোববার নাগপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

মাথাভাঙ্গা মনিটর: ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের ক্যারিয়ার সেরা ব্যাটিঙে বিশাল সংগ্রহ গড়া অস্ট্রেলিয়া পেয়েছে সহজ জয়। চমৎকার এক শতক করেও দলকে জেতাতে পারেননি বাবর আজম। পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ৫৭ রানের। ৪-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে দলটি। গতকাল বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৬৯ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ৫ বল বাকি থাকতে ৩১২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই অধিনায়ক আজহার আলীকে হারায় পাকিস্তান। শারজিল খানের সঙ্গে ২২ ওভার স্থায়ী দ্বিতীয় উইকেটে ১৩০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন বাবর।australiawin

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি অর্ধশতক করা শারজিলকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৭৯ রান করা শারজিলের ৬৯ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়। দ্রুত ফিরেন মোহাম্মদ হাফিজ। কব্জিতে চোট পেয়ে মাঠ ছাড়েন শোয়েব মালিক, পরে আর ব্যাটিঙে ফিরেননি তিনি। ৩৬ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে প্রথম শতক করেই ফিরেন বাবর। ১০৯ বলে খেলা তার ১০০ রানের ইনিংসটি সাজানো ৭টি চার ও একটি ছক্কায়। থিতু হয়ে নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি উমর আকমল (৪০ বলে ৪৬)। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ব্যর্থ আরেকটি সুযোগ কাজে লাগাতে। টেলএন্ডাররা দলের সংগ্রহ তিনশ পার করেন। ৪২ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক। এর আগে ওয়ানডে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৮৪ রানের জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন ওয়ার্নার-হেড। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার আগের রেকর্ড জুটিতেও ছিলেন ওয়ার্নার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ২৬০ রানের জুটি গড়েছিলেন তিনি। ৩ রানের জন্য উদ্বোধনী জুটিতে সনাথ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গার ২৮৬ রানের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি ওয়ার্নার-হেড।

১৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলা ওয়ার্নারকে ফিরিয়ে ৪১.৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন জুনায়েদ খান। এক বল বিরতিতে ফিরিয়ে দেন স্মিথকেও। দ্বাদশ ওয়ানডে শতক পাওয়া ওয়ার্নারে ১২৮ বলের ইনিংসটি গড়া ১৯টি চার ও ৫টি ছক্কায়। তিনিই জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া হেড ফিরেন ১২৮ রানে। তার ১৩৭ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও ৩টি ছক্কায়। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় আরও বড় হয়নি অস্ট্রেলিয়ার সংগ্রহ। ওয়াহাব রিয়াজের পর পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এক ম্যাচে তিন অঙ্কের রান দেন হাসান আলি (২/১০০)।

কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায় : সেমিফাইনালে সেলটা ভিগো

মাথাভাঙ্গা মনিটর: ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকও রিয়াল মাদ্রিদকে বাঁচাতে পারেনি। গত বুধবার হোম ম্যাচে ২-২ গোলে ড্র করার পরে দু লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে রিয়ালকে হটিয়ে কোপা ডেল রে’র সেমিফাইনালে উঠেছে সেলটা ভিগো। প্রথম লেগে সানতিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করেছিল সেলটা। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি থাকার পরও ঘুরে দাঁড়ানোর মিশনে সেলটার বিপক্ষে মাঠে নেমেছিলো রিয়াল। কিন্তু বিরতির ঠিক আগ মুহূর্তে ডানিলোর আত্মঘাতী গোলে কপাল পুড়ে রিয়ালের। ৬২ মিনিটে অবশ্য রোনালদোর গোলে সমতা ফেরায় রিয়াল। গত দু বছরে কোপা ডেল রে’তে এটি ছিলো রোনালদোর প্রথম গোল। তবে ৮৫ মিনিটে ড্যানিয়েল ওয়াস আবারো গোল করলে সেলটার স্বপ্ন পুনর্জাগরিত হয়। ৯০ মিনিটে অবশ্য লুকাস ভাজকুয়েজের হেডের গোলে গত চার ম্যাচে অন্তত তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ থেকে রেহাই পায় মাদ্রিদ। আজ শুক্রবার সেমিফাইনালের ড্রয়ে সেলটা আলাভেস ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যোগ দিলো। আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় লেগের ম্যাচের ফলাফলের ওপর চতুর্থ দলটি নির্ধারিত হবে। ইতোমধ্যেই প্রথম লেগে ১-০ গোলে জয়ী হয়ে এগিয়ে রয়েছে বার্সা।

প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে কলম্বিয়ার হার

মাথাভাঙ্গা মনিটর: রিও দে জেনেইরোতে এক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে হারালো ব্রাজিল। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকালে বিমান দুর্ঘটনায় হতাহত শাপেকোয়েনসের খেলোয়াড়দের স্মরণে আয়োজিত প্রীতি ম্যাচে ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে একমাত্র গোলটি করেন পালমেইরাসের স্ট্রাইকার দুদু। দু দলই দেশের বিভিন্ন দলে খেলা খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছিলো। তবে দলে ছিলেন না বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হামেস রদ্রিগেসের মতো তারকারা।
এরআগে গত ২৮ নভেম্বর বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন ফুটবলার ডিফেন্ডার নেতো, আলান রুসকেল ও গোলরক্ষক জ্যাকসন ফোলমান ও রেডিও ধারাভাষ্যকার রাফায়েল হেনজেলকে রিচয় করিয়ে দেয়া হয়। এক পা হারানো গোলরক্ষক ফোলমান হুইলচেয়ারে করে মাঠে আসেন। অন্য দু খেলোয়াড় অনুশীলনে ফিরেছেন। হেনজেল এ ম্যাচে ও গ্লোবো টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আযোজিত এ ম্যাচে দর্শকসংখ্যা আশানুরূপ ছিলো না। ৪৫ হাজার আসন সংখ্যার নিলতন সান্তোস স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র ১৮ হাজার ৬৯৫ জন। তবে খেলোয়াড় ও সমর্থকদের জন্য ম্যাচটি ছিল অনেক আবেগের। গতবছর ২৮ নভেম্বরে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়। বেঁচে যান মাত্র ছয়জন। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ায় যাচ্ছিলেন তারা।

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ফুটবল মাঠে সিক্স এ সাইড ক্রিকেট অনুষ্ঠিত

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ফুটবল মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় হারদী একাদশ ৬৯ রান করে। জবাবে হাটবোয়ালিয়া নতুনকুড়ি একাদশ ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় তুলে নেয়। খেলায় বিজয়ী দল ১টি ছাগল ও রানারআপ ৪টি রাজহাঁস। অ্যাম্পায়ার ছিলেন সুভোন ও সজিব আহাম্মেদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠাণ্ডু, সাবেক চেয়ারম্যান ফেরেজুল ইসলাম, মিজানুর রহমান বাদল, মুক্তি আব্দুল মালেক, রিপন, সুজন, সজিব, সিদ্দিক প্রমুখ। খেলা পরিচালনা করেন ভাংবাড়ীয়া ইউপি শাখা যুবলীগ নেতা শাহাবুল ইসলাম, ধারাভাষ্যে ছিলেন সাইফুল্লাহ ও জহুরুল।

জীবননগর রায়পুর আন্তঃইউনিয়ন প্রাইমারী স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর আন্তঃইউনিয়ন প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান মীর্জা তাহাজ্জত হোসেন।

রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রায়পুর ইউপি সদস্য মিলনুর রহমান, ইউপি সচিব হাসানুজ্জামান প্রমুখ। অ্যাথলেটিক্সসহ ২২টি ইভেন্টে ইউনিয়নের ৭টি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগিরা অংশগ্রহণ করে।