৬০ লাখ টাকায় চট্টগ্রাম আবাহনীতে মামুনুল

মাথাভাঙ্গা মনিটর: ৬০ লাখ টাকায় চট্টগ্রাম আবাহনীতে এবার নাম লেখালেন মামুনুল ইসলাম। গতকাল সোমবার এক বছরের চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য এই খেলোয়াড় জানান, এক বছরের জন্য চট্টগ্রাম আবাহনীর সাথে আমার চুক্তি হয়েছে। দলকে লিগে চ্যাম্পিয়ন করেই হবে আমার মূল্য লক্ষ্য।
গত মরসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ৪৫ লাখ টাকায় খেলেছিলেন তিনি। চুক্তি নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী ও শেখ জামালে খেলেছেন বেশ কয়েক বছর মামুনুল। কিন্তু চট্টগ্রাম আবাহনীতে এবারই প্রথম খেলবেন তিনি। তাইতো নতুন চ্যালেঞ্জ নিয়ে বেশে উচ্ছ্বসিত তিনি। এ ব্যাপারে তিনি বলেন ‘আমার বিশ্বাস চট্টগ্রামের ফুটবলের উন্মাদনা আবার ফিরবে, বাড়বে জৌলুস। আবারও মাঠে ফিরবে দর্শকরা। ২০১০-১১ মরসুমে মামুনুল প্রথম নাম লেখান শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ২০১৩-১৪ মৌসুমে আবারোও শেখ জামালে খেলেছিলেন তিনি। মোট তিন মরসুমে খেলে দুটি ফেডারেশন কাপ শিরোপা জয় করেন তিনি।