৪ ম্যাচ নিষিদ্ধ বার্সার পিকে

মাথাভাঙ্গা মনিটর: লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে বড় একটা দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। রেফারির উদ্দেশ্যে আপত্তিকর ভাষায় কথা বলার অপরাধে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেরার্ড পিকে। গত মঙ্গলবার ক্যাম্প নউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি পর্বের ম্যাচে অফসাইডের একটি সিদ্ধান্ত নিয়ে সহকারী রেফারির সাথে তর্ক করেন পিকে। এরই এক পর্যায়ে ওই লাইন্সম্যানকে বাজে কথা বলেন বার্সেলোনার এ ডিফেন্ডার। ওই ঘটনার সাথে সাথে পিকেকে লাল কার্ড দেখান রেফারি কার্লোস ভেলাসকো কারবায়ো। ম্যাচের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন স্পেনের এ খেলোয়াড়। গতকাল বুধবার পিকেকে চার ম্যাচ নিষিদ্ধ করার কথা জানায়। এ নিষেধাজ্ঞার ফলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া লা লিগার এবারের মরসুমের প্রথম চারটি ম্যাচ খেলতে পারবেন না পিকে। এ চার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ যথাক্রমে আথলেতিক বিলবাও, মালাগা, আতলেতিকো মাদ্রিদ ও লেভান্তে।