৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা দল ৫৫ রানে অলআউট।

 

স্টাফ রিপোর্টার: ৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা দল ৫৫ রানে অলআউট হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা দল বর্তমানে পিরাজপুর জেলায় অবস্থান করছে। গতকাল শুক্রবার পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে চুয়াডাঙ্গা জেলা দল মুখোমুখি হয় ভোলা জেলা দলের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ভোলা জেলা দল ১৯৪ রান সংগ্রহ করে।

জবাবে ১৯৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চুয়াডাঙ্গা জেলা দল মাত্র ৫৫ রানে অলআউট হয়। ফলে নিজেদের প্রথম ম্যাচে চুয়াডাঙ্গা জেলা দল ১৩৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। দলের পক্ষে মাহফুজ ১৪ ও ইমরান সর্বোচ্চ ৮ রান সংগ্রহ করে। বল হাতে অর্পন ও কাজী সুমন ২টি করে উইকেট দখল করে। দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব পালনকারী হিসেবে সার্বক্ষণিক সঙ্গে রয়েছেন জেহাদ-ই-জুলফিকার টুটুল। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার একজন কর্মকর্তাসূত্রে জানা গেছে, সকলকে সঙ্গে নিয়ে কাজ করার মানসে সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার একজন যুগ্মসম্পাদকের নাম ম্যানেজার হিসেবে প্রস্তাব করলেও কথিত বিসিবি কোচ জেহাদী-ই-জুলফিকার টুটুল নিজ দাপটে ম্যানেজার হিসেবে কাউকে সঙ্গে না নিয়েই টিম নিয়ে যান পিরোজপুরে। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা জেলাদল মুখোমুখি হবে লক্ষ্মীপুর জেলা দলের বিপক্ষে।