৩২টি দেশ নিয়েই ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে: ব্ল্যাটার

 

মাথাভাঙ্গা মনিটর: প্রাদেশিক কনফেডারেশনগুলোতে কোনো রকম পরিবর্তন না এনে ৩২টি দল নিয়েই ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফিফার নব নিযুক্ত সভাপতি সেপ ব্ল্যাটার। নতুন পদ্ধতিতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকাকে নিয়ে সংশয় থাকলেও ব্ল্যাটার নিশ্চিত করেছেন অন্তত বিশ্বকাপের ফরম্যাটে কোনো পরিবর্তন আসছে না। ফিফার কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত গ্রহণের অর্থ হলো কাতারের টুর্নামেন্টে ইউরোপের ১৩টি ও আফ্রিকার পাঁচটি স্থান থাকছে। এশিয়া ও দক্ষিণ আমেরিকার থেকে চারটি করে স্থান থাকবে এবং একইসাথে প্রত্যেকটি দলের জন্য প্লে-অফের সুযোগ থাকবে। উত্তর ও মধ্য আমেরিকার তিনটি স্থান ছাড়াও ওসেনিয়ার বিজয়ী প্লে-অফের মাধ্যমে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলবে কাতার।

ইউয়েফা সভাপতি মিশেল প্লাতিনি সভার আগে জানিয়েছিলেন, ইউরোপিয়ান কনফেডারেশনের পক্ষে ১৩টি জায়গা ধরে রাখা কঠিন হবে। এদিকে ব্ল্যাটারের সাথে সভাপতি পদে নির্বাচন করা প্রিন্স আলি বিন আল হুসেইন বিশ্বকাপে দেশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু ব্ল্যাটার জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ফরম্যাটে কেউ হাত দিবে না। ফিফার কার্যনির্বাহী কমিটি আরো নিশ্চিত করেছে বিশ্বকাপের স্বাগতিক হিসেবে একই মহাদেশ পরপর দুইবার সুযোগ পাবে না। ২০২২ সালের কাতার বিশ্বকাপের কারণে তাই ২০২৬ সালের বিডে চায়না আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না।