২৮ বছর পর লর্ডসে জিতল ভারত

মাথাভাঙ্গা মনিটর: ২০১৪ দীর্ঘ ২৮ বছরে লর্ডসে একটিও জয় পায়নি ভারত। দীর্ঘ প্রতীক্ষার পরঅবশেষে এল জয়। গতকাল ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে ক্রিকেটের তীর্থে জয়-খরাঘোচাল ভারত। ওই ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলোভারত, গতকালও তা-ই। অবশ্য এ সিরিজটি পাঁচ ম্যাচের। লর্ডসে ১৭ টেস্টে এটিভারতের দ্বিতীয় জয়। বিদেশের মাটিতে গত ১৬ টেস্টে ভারতের এটি প্রথম জয়।

সর্পিল সুইংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছিলেনইশান্ত শর্মা। এ ডান-হাতি ১৫-১৬ সেন্টিমিটার পর্যন্ত সুইং পেলেন লর্ডসেরউইকেটে। বলের মুভমেন্ট ছিলো উল্লেখ করার মতোই,ছিলো অসমান বাউন্স। মওকাবুঝে ভালোভাবেই ছোবল মারলেন ইশান্ত। তুলে নিলেন ক্যারিয়ার-সেরা ৭ উইকেট।৩১৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের ধসিয়ে দেয়ার মূল নায়ক ইশান্ত।৭২ রানে ৪ উইকেট পতনের পর ধ্বংসস্তূপের মাঝে কিছুটা লড়াই চালিয়েছিলেন জোরুট ও মইন আলী। দু জনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১০১। ইশান্তের লাফিয়ে ওঠা বলগা বাঁচিয়ে ঠেকাতে গিয়ে অদ্ভুতভাবে আউট হলেন মইন। সর্বোচ্চ ৬৬ এল রুটেরব্যাট থেকে। এ জুটিটাই যা একটু আশা দেখিয়েছিলো ইংলিশদের। জুটি ভাঙার পরইংল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। গত দিনের সাথে ৬ উইকেটে১১৮ রান যোগ করতে পেরেছে ইংলিশরা। শেষমেশ অলআউট ২২৩ রানে,হার ৯৫ রানের।