২৩ কোটি রুপিতে বিক্রি কোহলির ছবি

 

মাথাভাঙ্গা মনিটর: ২০০৮ থেকে ২০১৭। আইপিএলের ১০ বছর। অনেকেই খেলছেন প্রথম থেকে। সেই তালিকায় রয়েছেন ভারত অধিনায়কও। ২০০৮ থেকেই তিনি বাঙ্গালোরের সদস্য। এখন অধিনায়কও। এবার তার জীবনই উঠে এলো ক্যানভাসে। ১০ বছরের আইপিএল জীবন কাটিয়ে তিনি এখন ভারতীয় ক্রিকেট দল, এমনকি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরও অধিনায়ক।

ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডে, সেখান থেকে টি ২০, সব দায়িত্বই এখন তার হাতে। টানা কয়েক বছর রয়েছেন সাফল্যের তুঙ্গে। আইপিএলে এই মৌসুম ভালো যায়নি। মাঝে একটু অফফর্ম তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ঘুরে দাঁড়ানো। তিনি বিরাট কোহলি। তার অধিনায়কত্বেই এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত। সেই বিরাট কোহলির ১০ বছরের ক্রিকেট জীবন নিয়ে ছবি এঁকে ফেলেছেন সাশা জাফরি। যে ছবি বিক্রি হয়েছে ২৩ কোটি ৭০ লাখ টাকায়। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি পুনম গুপ্ত কিনে নিয়েছেন সেই ছবি। বিরাট কোহলি ফাউন্ডেশন আয়োজিত লন্ডনের চ্যারিটি ডিনারে এই ছবি কিনে নেন তিনি। সাশা একজন পুরস্কারপ্রাপ্ত বিশ্ব বিখ্যাত চিত্রকর। তিনি এর আগেও ডেভিড বেকহ্যাম, এমএস ধোনি, যুবরাজ সিংদের মতো সেলিব্রেটি ক্রীড়াবিদদের চ্যারিটির সঙ্গে যুক্ত থেকেছেন। এবার যুক্ত হলেন বিরাট কোহলির সঙ্গে। স্কটল্যান্ডের সংস্থা পিজি পেপারের সিইও পুনম গুপ্তা এই ছবি কিনে বলেন, ‘ভারতীয় ক্রিকেটের এ প্রজন্মের ক্রিকেটারদের যেটা ভালো দিক সেটা হলো তারা ক্রিকেটের বাইরেও আরও বিভিন্ন কাজে বিষয়ের সঙ্গে যুক্ত। আমি বিরাটের কাজের সঙ্গেও ভীষণভাবে যুক্ত।’ বিরাটের এই উদ্যোগে তিনি খুশি। যিনি ছবিটি এঁকেছেন তারও ভক্ত পুনম। তাই এই ছবি কিনে নিতে তাকে বেশি ভাবতে হয়নি। এবার কাবাডি লীগের দল কিনতে চান সৌরভ আইএসএলে সৌরভ গাঙ্গুলীর দল দু’বারের চ্যাম্পিয়ন। এবার ভারতের প্রো-কাবাডি লীগে দল কিনতে চলেছেন তিনি। আসন্ন প্রো-কবাডি লীগে ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চলেছেন সৌরভ। প্রতিযোগিতার নামি দল বেঙ্গল ওয়ারিয়র্সের সহ-মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কোলকাতা ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম অংশীদার হওয়ার জন্য এরই মধ্যে বেঙ্গল ওয়ারিয়র্সের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন সৌরভ। সাবেক ভারত অধিনায়ক নিজের শহরের মালিক হলে টুর্নামেন্টের আকর্ষণ বাড়বে। আগামী ২৮ জুলাই শুরু হবে পঞ্চম প্রো-কবাডি লিগ। প্রতিযোগিতায় আগের চারটি সংস্করণে দল ছিল আটটি। এবারের প্রতিযোগিতার জন্য গত ২২ মে নয়াদিল্লিতে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ১২টি দলের ফ্র্যাঞ্চাইজি মালিক ২২৭ জন খেলোয়াড়ের জন্য বিড করেন।