২২ রানে জিতল নিউজিল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৮১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। গতকাল মঙ্গলবার ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের ঝড়ো ৮০ রানের ইনিংসের উপর ভর করে ১৮০ রান করে কিউইরা। এছাড়া টেইলর অপরাজিত ছিলেন ৩৬ রান নিয়ে। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন অধিনায়ক শহীদ আফ্রিদি ও পেসার মোহাম্মদ সামি।

গতকাল মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমেই বিধ্বংসী খেলা শুরু করেন দু ওপেনার গাপটিল ও উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। শহীদ আফ্রিদির বলে ১৭ রানে উইলিয়ামসন আউট হলেও একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন গাপটিল। ৩৫ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন এ হার্ডহিটার। পরে ৮০ রানে গিয়ে থামে তার ইনিংস। ৪৮ বলের এই ইনিংসে ছিল ১০টি চার ও তিন ছক্কা। পরে রস টেইলরের ২৩ বলে ৩৬ ও কোরি অ্যান্ডারসনের ১৪ বলে ২১ রানে লড়াইয়ের পুঁজি পায় আগের দুই ম্যাচে জেতা নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনেকটা কঠিন বোলিং আর ফিল্ডিংয়ের মুখোমুখি হতে হয় পাকিস্তান দলকে। ১১ ওভারে ২ উইকেটের পতন হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মোট ১৫৮ রান করতে পারে।