২০১৯ সালের কোপা আমেরিকার স্বাগতিক ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: ২০১৯ সালের কোপা আমেরিকার আসর ব্রাজিলে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ। নিজেদের ওয়েবসাইটে এ সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। এর মাধ্যমে প্রাদেশিক এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আবারো ব্রাজিলে ফিরছে। সর্বশেষ ১৯৮৯ সালে কোপা আমেরিকার স্বাগতিক হয়েছিল ব্রাজিল। এর আগে অবশ্য ১৯১৯, ১৯২২ ও ১৯৪২ সালে তিনবার কোপার আসর আয়োজনের সুযোগ পেয়েছিলো ব্রাজিলিয়ানরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনের প্রশংসা করে ডোমিনগুয়েজ বলেছেন গত বছর চিলি যেভাবে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করেছিলো যুক্তরাষ্ট্রও সেটা করতে পারবে বলে আমি আশাবাদী। এরপর ২০১৯ সালে ব্রাজিলও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

প্যারাগুয়ের এই সংগঠক বলেছেন পুরো টুর্নামেন্টই সকলে বেশ উপভোগ করে। এ সময়ে তিনি খেলার মান আরো উন্নত হবে বলে আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেছেন। কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে এই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরে কোনো দেশে এ আসর অনুষ্ঠিত হচ্ছে।