২০১৫ বিশ্বকাপই লক্ষ্য হওয়া উচিত : ফারুক আহমেদ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল প্রধান নির্বাচক মনে করা হয় তাকে। আবার সেই পদে আসীন হচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গতকাল বিসিবি সভাপতি এ ঘোষণা দেয়ার পরই ফারুক আহমেদ নিজের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বললেন এ একান্ত সাক্ষাতরে। ফারুকের সাক্ষাত্কার নিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায় ফারুক ভাই, অভিনন্দন। তাহলে আবার প্রধান নির্বাচক হচ্ছেন? হ্যাঁ, সেরকমই একটা চিঠি পেয়েছি বোর্ড থেকে। এখন বোর্ডের সাথে আলাপ করি। দেখি, আমার কাজের পরিধি কী বলা হয়। তারপর ইতিবাচক সিদ্ধান্তই নিতে চাই।  প্রায় পাঁচ বছর পর আবার সেই চেয়ারে ফিরছেন। অনুভূতিটা কেমন? অবশ্যই খুব ভালো। আমি আগেও বলেছি, ক্রিকেটের জন্য আমি কাজ করতে চাই। আমি ক্রিকেটের সাথে থাকাটা এখনও দারুণ উপভোগ করি। এ ধরনের চ্যালেঞ্জিং কাজই করতে চাই। এ পদে কাজ করার যে অভিজ্ঞতা, ক্রিকেটে আমার যা অভিজ্ঞতা; সবই দিতে চাই। আমাদের আবার এ পদের জন্য বিবেচনা করায় বোর্ডকে, বিশেষ করে বোর্ড সভাপতিকে ধন্যবাদ দিচ্ছি।

কিছুদিন আগে বলছিলেন, সর্বশেষ যখন প্রধান নির্বাচক ছিলেন, তখনকার চেয়ে এখন কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। একটু ব্যাখ্যা করে বলবেন?