২০০ মিটারেও সোনা জিতলেন বোল্ট

মাথাভাঙ্গা মনিটর: প্রতিশোধ তো নিতে পারলেনই না, বরং হারের পাল্লা আরো ভারী করলেন জাস্টিন গ্যাটলিন। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট। আর হেরেছেন জাস্টিন গ্যাটলিন।  গত সপ্তাহেও বোল্ট গ্যাটলিনকে হারিয়ে ১০০ মিটার রেসে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিংয়ের ন্যাশনাল (বার্ডস নেস্ট) স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার ফাইনালে গ্যাটলিন ছিলেন বোল্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে তা সফলতার সাথেই উৎরে গেলেন তিনি। যদিও বুধবার সেমিফাইনালে গ্যাটলিনের কাছে টাইমিংয়ে পরাস্ত হয়েছিলেন বোল্ট। কিন্তু বোল্ট ঠিকই প্রমাণ করে দিয়েছেন কেন তাকে স্প্রিন্ট কিং বলে ডাকা হয়।

২০০ মিটারের দৌড় সম্পূর্ণ করতে বোল্টের সময় লেগেছে ১৯.৫৫ সেকেন্ড। আর রৌপ্যজয়ী গ্যাটলিনের সময় লেগেছে ১৯.৭৪ সেকেন্ড। উল্লেখ্য, বর্তমানে পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডধারী বোল্ট। ২০০৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন তিনি।