১১তম সুপার কাপ জিতলো বার্সা

মাথাভাঙ্গা মনিটর: ফিরতি লেগে দশজনের অ্যাটলেটিকো মাদ্রিদ ন্যু ক্যাম্পেও রুখে দিলো বার্সেলোনাকে। গত বুধবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। এনিয়ে ১১ বার চ্যাম্পিয়ন হলো তারা। শেষ মুহূর্তে গিয়ে মেসি দলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি থেকে নেয়া তার শটটি বারের ওপর দিয়ে চলে যায়। বার্সার আক্রমণভাগে শুরু থেকেই ছিলেন নেইমার। অ্যাটলেটিকোও তাদের ডিফেন্সকে বেশ শক্ত করে রাখে।

বার্সার চেয়ে তারা গোলের বেশি সুযোগ পেলেও ব্যর্থ হয়। তাদের শেষ আশা ভেস্তে যায় ৮১ মিনিটে দশজনের দল হলে। দানি আলভেসকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলিপ লুইস। গোলশূন্য ড্র হলেও শিরোপা জয়ের মূল পার্থক্য গড়ে দিলেন প্রথম ম্যাচের গোলদাতা নেইমার। গত পাঁচ বছরে এটি বার্সার চতুর্থ সুপার কাপ শিরোপা। আর ১৭ বছরে প্রথম এ টুর্নামেন্ট খেলতে নেমেছিলো কোপা ডেল রে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো।