হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

 

মাথাভাঙ্গা মনিটর: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে।প্রথমদুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো দক্ষিণ অফ্রিকা। তাইহোয়াইটওয়াশ ঠেকাতে হলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি জিততেই হতো স্বাগতিকজিম্বাবুয়েকে। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনিব্রেন্ডন টেইলররা।

গতকাল বৃহস্পতিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠেশেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরু থেকেইদক্ষিণ আফ্রিকান পেসারদের দাপটে কাবু হয়ে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা।নিয়মিতবিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ১৬৫ রান করতেই সবকটি উইকেট হারায়জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরেপৌঁছতে সক্ষম হন।মাত্র ৩৯.৫ ওভার খেলতেই সবকটি উইকেট হারানোদলটির পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অলরাউন্ডার এল্টন চিগম্বুরা। শেষব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২২ বল খেলে ১০ চার ও ২টি ছক্কারসাহায্যে ৯০ রান করেন তিনি। এছাড়া সেকেন্দার রাজা করেন ৩০ রান।দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্সেন্ট ডি লাঙ্গে ৩১ রানে ৩টি উইকেট দখল করেন। এছাড়া কাইল অ্যাবোট ও ওয়েন পার্নেল ২টি করে উইকেট তুলে নেন।

এরপর১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ডি ককের ৮৪ রানের ওপর ভর করেমাত্র ২৭.২ ওভারেই লক্ষে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৭৫ বল খেলে ৭চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া ফাফ ডু প্লে-সিস ৪০ ও ডে পিডুমিনি ২৮ রান করেন।জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ও পানিয়াঙ্গারাএকটি করে উইকেট তুলে নিতে সক্ষম হন।