হেরেও ভালো খেলার তৃপ্তি আর্জেন্টিনার!

মাথাভাঙ্গা মনিটর: পরাজয় থেকেও ইতিবাচক প্রেরণা খুঁজে নিচ্ছেন জেরার্দো মার্তিনো। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো খেলা ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে করেন আর্জেন্টিনার কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সবশেষ দ্বৈরথ শেষ হয় পর্তুগালের ১-০ গোলের জয়ে। তবে ম্যাচটিতে আর্জেন্টিনা ভালো খেলায় খুশি মার্তিনো। পরাজয়টা আক্ষেপের, কিন্তু এ ছাড়া ম্যাচে সব দিক থেকেই আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলাম। এরপর পর্তুগালের চেয়ে নিজেদের এগিয়ে রাখার ব্যাখ্যা দেন মার্তিনো। দুই অর্ধেই ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি। বল দখল প্রচুর ছিলো, বেশিরভাগ সুযোগ তৈরি করেছি এবং আমি মনে করি, কেবল দুবারই আমরা হুমকির মুখে পড়েছি। মেসি-রোনালদোর লড়াইটা ফুটবল রোমাঞ্চ পিয়াসীরা খুব বেশি উপভোগ করতে পারেনি। বিরতির পর দুই তারকার কেউ আর মাঠে নামেননি। ম্যাচ শেষে এ নিয়েও কথা বলেন আর্জেন্টিনার কোচ।