হেরেই চলেছে মেসি-নেইমার বিহীন বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটার: প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্সকাপে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা। এবার ফিওরেন্তিনার কাছে ২-১ গোলে হেরেছে মেসি-নেইমার বিহীন বার্সেলোনা।

যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক এলএ গ্যালাক্সিকে হারিয়ে শুভসূচনা করলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির কাছে হারে লুইস এনরিকের দল। অন্যদিকে এ প্রতিযোগিতায় ইতালির দল ফিওরেন্তিনার এটি টানা দ্বিতীয় জয়। গত রোববার রাতে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। হেড করে গোলটি করেন ফেদেরিকো বের্নাদেসচি। এর আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বার্সেলোনার রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ডান দিক দিয়ে বল জালে জড়ান ইতালির এ মিডফিল্ডার। পাঁচ মিনিট বাদে ব্যবধান কমিয়ে বার্সেলোনাকে লড়াইয়ে ফেরান লুইস সুয়ারেস। কিন্তু পরে আর গোল না পাওয়ায় টানা তৃতীয় হারের হতাশায় মাঠ ছাড়ে গত মরসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা।