হেরাথ বীরত্বের পর জয়াবর্ধনে-সাঙ্গাকারার দৃঢ়তা

মাথাভাঙ্গা মনিটর:কলম্বো টেস্টে ৯ উইকেট নিয়ে রঙ্গনা হেরাথপাকিস্তানের লিড ১২ রানে বেধে রাখার পর শ্রীলঙ্কাকে সুবিধাজনক অবস্থানেনিয়ে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ২ উইকেটে ১৭৭ রান।১৬৫ রানে এগিয়ে স্বাগতিকরা।তৃতীয় উইকেটে সাঙ্গাকারারসঙ্গে জয়াবর্ধনের অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছেশ্রীলঙ্কা। সাঙ্গাকারা ৫৪ ও জয়াবর্ধনে ৪৯ রানে অপরাজিত রয়েছেন। গতকাল শনিবারসিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে খেলা শুরু করেপাকিস্তান।
আগের দিন পতন হওয়ায় ৬ উইকেটের পাঁচটিই নেন হেরাথ। আর তৃতীয় দিনঅতিথিদের শেষ চার ব্যাটসম্যান তারই শিকার। হেরাথের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিনেরপ্রথম সেশনেই ৮৮ রান যোগ করে ৩৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।জীবনের শেষ টেস্টইনিংসে জয়াবর্ধনে ব্যাটিংয়ে নামার সময় দাঁড়িয়ে তাকে সম্মান জানান দর্শকরা।পাকিস্তানের খেলোয়াড়রাও দুই সারিতে দাঁড়িয়ে সম্মান জানান শ্রীলঙ্কার এই ব্যাটিংকিংবদন্তিকে।ব্যাটিং করার সময় ধাম্মিকা প্রসাদের বল হেলমেটে আঘাত করায়ফিল্ডিংয়ে নামেননি প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া জুনায়েদ খান। চোট গুরুতর কিছু না হলেওসতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হয় এ পেসারকে।