হিট স্ট্রোক হয়েছিলো ম্যাক্সওয়েলের!

স্টাফ রিপোর্টার: বর্ষা মরসুমে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এসে প্রায় প্রতিদিনই বৃষ্টির কবলে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। বৃষ্টি তো আছেই, স্মিথদের মাথাব্যথার আরেকটা কারণ তীব্র গরম।  যেদিন আবহাওয়া থাকে ঝকঝকে, ভাদ্রের তপ্ত রোদ যেন শরীরটা পুড়িয়ে দিতে চায় স্মিথদের। গরমের ঝাঁজে কদিন আগে ‘হিট স্ট্রোক’ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল! ২৮ বছর বয়সী অলরাউন্ডার গতকাল নিজেই সংবাদ সম্মেলনে জানালেন তথ্যটা। ঢাকায় গত ১৮ আগস্ট রাতে ঢাকায় এসে পৌঁছুনোর পর অস্ট্রেলিয়া দল প্রথমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছে পরদিন দুপুরে। সেদিন অবশ্য বৃষ্টির কোনো বাগড়া ছিলো না। তবে রোদের ঝাঁজটা ছিলো বেশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়া দল অবশ্য সেদিন কোনো ব্যাটিং-বোলিং অনুশীলনও করিনি। শুধু ফিটনেস নিয়ে কাজ করতে গিয়েই গরমে কাহিল ম্যাক্সওয়েল। গতকাল সংবাদ সম্মেলনে অভিজ্ঞতাটা খুলে বললেন ম্যাক্সওয়েল, ‘প্রথম দিন একটু হিট স্ট্রোক হয়েছিলো। শুরুটা ভালো হয়নি। ভেবেছিলাম বাইরে একটু রানিং করবো। এরপর ভেতরে ফিটনেস টেস্ট দিতে গেলাম। বাইরে আসতেই খারাপ লাগতে শুরু করল। শরীর একটু অবশ হয়ে গেল। তবে আইস বাথ ও প্রচুর ফ্লুইড খাওয়ার পর ঠিক হয়ে গেছে।