হারের জ্বালা মেটাতে ওয়ার্নার-ফিঞ্চদের ওপর হামলা!

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় ক্রিকেট সমর্থকদের বাজে আচরণের সাক্ষী হয়েছে দেশটির বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম। বিভিন্ন সময় স্বাগতিক দলের বাজে হারের কারণে সফরকারীদের ওপর ঘটেছে হামলার ঘটনা। সর্বশেষ মঙ্গলবার রাতে গোয়াহাটিতে টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের বাজে হারের ঘটনায় ফের ন্যক্কারজনক ঘটনার জন্ম দিলেন সমর্থকরা। ম্যাচের শুরুতে টিম ইন্ডিয়ার বাজে ব্যাটিংয়ে তাদের সমর্থকদের মাথা যায় বিগড়ে। এরপর যখন অজিরা মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই ভারতীয় সমর্থকরা গ্যালারি থেকে বাজে উক্তি করছিলেন। এ ধারাবাহিকতায় খেলা শেষের আগেই অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছিলো স্টেডিয়াম। পরে স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে সাউকুচিতে অস্ট্রেলিয়ার টিম বাস লক্ষ্য করে ঢিল ছোড়েন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। এতে বাসের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ভাঙা জানালার ছবিসহ টুইট করেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি লেখেন, ‘হোটেলে ফেরার পথে পাথর ছুড়ে ভেঙে দেয়া হল বাসের কাচ। খুবই আতঙ্কের ব্যাপার।’ এতে রিটুইট করেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও।

তবে সমালোচকরা বলছেন, এমন ঘটনা বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে হলে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলত। তবে ভারতে এ ঘটনা ঘটায় অনেকটাই নিরুত্তাপ তারা। কারণ হিসেবে আইপিএলের মতো বড় আসরে খেলার সুযোগ হাতছাড়া হওয়ার বিষয়টি এতে জড়িত বলেই ধারণা করা হচ্ছে।