হাথুরুর ‘উত্তরসূরি’ নিয়ে তাড়া নেই বিসিবির

স্টাফ রিপোর্টার: চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ-অধ্যায় শেষ হয়ে গেল কি না, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শ্রীলঙ্কান কোচ যে বিসিবিকে পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন, এমন খবর চাউর হয়ে গেছে এরই মধ্যে। তাকে ফেরানো হবে কি-না, সেটিও নিশ্চিত করে বলছে না বিসিবি। তবে হাথুরুর জায়গায় নতুন কে আসতে পারেন, সেটি ভাবতে শুরু করেছে তারা। হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি ছিলো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এর মধ্যে তিনি যদি আর না-ই ফেরেন, নতুন কোচের সন্ধানে নেমে পড়বে বিসিবি। যদিও সামনে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের। স্বল্প সময়ে প্রধান কোচ নিয়োগ না হলে আপাত্কালীন কাউকে হয়তো দায়িত্ব দেবে বিসিবি। তবে নতুন কোচ নিয়ে বিসিবির যে তাড়াহুড়ো নেই, সেটি বললেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ‘যদি এটা সিদ্ধান্ত হয়ে যায় যে তিনি (হাথুরুসিংহে) আর আসবেন না, তাহলে আমরা নতুন কোচ খুঁজতে শুরু করব। তবে নতুন কোচের জন্য আমরা খুব একটা তাড়াহুড়ো করব না। দু-এক মাস সময় নেবো। বাংলাদেশ দলের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন কাউকেই কোচ হিসেবে নেয়ার ইচ্ছে আমাদের। উপমহাদেশের মানসিকতার কেউ হলে আরও ভালো।’