হরিণাকুণ্ডুতে জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল রোববার হরিণাকুণ্ডুতে ৪৩তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে হ্যান্ডবল ও কাবাডি বালক বালিকাদের পৃথক পৃথক গ্রুপে ৬টি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিজয়ী দলগুলো অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অতীতের যেকোনো সময়ের চেয়ে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক অংশগ্রহণ করে। গতকাল সন্ধায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে নির্মিত মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আমীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন,থানা অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধানগণসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। ফুটবল প্রতিযোগিতায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ ভায়না শহীদ মোশারফ দলিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল বালক গ্রুপে চ্যাম্পিয়ন শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন চারুমন নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানারআপ ভায়না শহীদ মোশারফ দলিল উদ্দীন ম্ধ্যমিক বিদ্যালয়। কাবাডি বালক গ্রুপে চ্যাম্পিয়ন হরিণাকুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ভায়না শহীদ মোশারফ দলিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ অন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।