স্লেজিংয়ে কঠোরতা দেখাবে আইসিসি

মাথাভাঙ্গা মনিটর: টেস্ট হোক কিংবা ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে স্লেজিং বিষয়টি দিন দিন কমার চেয়ে বরং বেড়েই চলেছে৷ বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই৷ স্লেজিঙের বিষয়টি তাই ভাবিয়ে তুলেছে আইসিসিকেও। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী মাসে যাতে ফেয়ার প্লে টুর্নামেন্ট আয়োজন করা যায়, তার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না আইসিসি। সবদলের কাছেই তাই কড়া ভাষায় বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে যে বিশ্বকাপ চলাকালীন মাঠের মধ্যে ক্রিকেটারদের কোনো রকম অসভ্য আচরণ বরদাস্ত করবে না আইসিসি। সম্প্রতি অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজেও ক্রিকেটারদের মধ্যে স্লেজিং পর্ব লেগেই ছিল। বিশ্বকাপের ঐতিহ্য এবং টিভিতে বিপুলসংখ্যক দর্শকের কথা ভেবে স্লেজিং নিয়ে আরও কড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপের আগে ম্যাচ অফিসিয়ালদের স্পষ্ট বলে দেয়া হয়েছে, বিশ্বকাপে ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার শৃঙ্খলা ভাঙলেই তার বিরুদ্ধে যাতে দ্রুত কড়া পদক্ষেপ নেয়া হয়।