স্পেনের জয়ে তোরেসের গোল

মাথাভাঙ্গা মনিটর: ফার্নান্দো তোরেসের বিশ্বকাপের স্পেন দলে টিকেথাকার সম্ভাবনা বাড়লো। বলিভিয়ার সাথে প্রীতি ম্যাচে ভালো খেলার পর কোচভিসেন্তে দেল বস্ক চেলসির এ ফরোয়ার্ডকে চূড়ান্ত দলে রাখার আভাস দিয়েছেন।বলিভিয়ার বিপক্ষে স্পেনের ২-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেনতোরেস।চেলসিতে বাজে একটা মরসুম কাটানোর পর স্পেনের ব্রাজিল বিশ্বকাপের দলেতোরেসের থাকা নিয়ে সংশয় ছিলো। স্পেন কোচ তাকে প্রাথমিক দলে রেখেছেন। এবারভালো খেলে ২৩ সদস্যের দলে সুযোগ পাওয়ার পথ করে নিয়েছেন ‘এল নিনো’ নামেপরিচিত এ ফরোয়ার্ড।ম্যাচ শেষে তোরসের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ইতিবাচক কথাই বলেছেন দেল বস্ক, ‘ওর আমার অনেক আস্থা আছে বলেই ও এখানে আছে।ব্রাজিল বিশ্বকাপের জন্য শনিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল দেয়ার কথা স্পেন কোচের। শুক্রবারস্পেনের শহর সেভিয়েতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন।আন্দ্রেস ইনিয়েস্তা আর তোরেসরা একের পর এক আক্রমণে ত্রস্ত করে রাখেবলিভিয়ার রক্ষণকে।তোরেসর দুর্দান্ত শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেনবলিভিয়া গোলরক্ষক। এছাড়া গোলের সুযোগ নষ্ট করেছেন ইনিয়েস্তাও। সব মিলিয়েভালো খেলেও প্রথমার্ধে শূন্য হাতে মাঠ ছাড়ে স্পেন।দ্বিতীয়ার্ধেঅবশ্য আক্রমণাত্মক ফুটবলের ফল পায় স্পেন। ৫১তম মিনিটে তোরেস পেনাল্টি থেকেগোল করে এগিয়ে দেন দলকে।

স্পেনের হয়ে ১০৭টি ম্যাচ খেলে ৩৭তম গোল পেলেন ৩০বছর বয়সী এ ফরোয়ার্ড।গোল করার ১০ মিনিট পর স্যার্হিও বুসকেতসকেজায়গা করে দিতে মাঠ ছাড়তে হয় তোরেসকে। বুসকেতস এসেও ভালো কিছু আক্রমণেরনেতৃত্ব দেন। তবে স্পেনের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ইনিয়েস্তা। ম্যাচজুড়েই ভালো খেলা বার্সেলোনার এ মিডফিল্ডার গোল পেয়েছেন ৮৪তম মিনিটে।