স্টেইন তোপে বেসামাল শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: ৩০ রানে খেলতে নেমে শ্রীলঙ্কা গতকাল মাত্র ৯ রান যোগ করতেই ডেল স্টেইনেরআঘাত। সেই যে শুরু,গোটা দিনে ক্ষণে ক্ষণে তোপ দাগলেন প্রোটিয়া ফাস্টবোলার। মূলত স্টেইন-ঝড়ে তৃতীয় দিনে গল টেস্টের লাগাম দক্ষিণ আফ্রিকার হাতে।দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ২৮৩। এখনো পিছিয়ে ১৭২ রানে। কুশল ফিরে যাওয়ার পর লড়াই চালান উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা।দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৯ রান। মরনে মরকলের বলে বোল্ড হয়ে সাঙ্গাকারাফেরেন ২৪ রানে। জেপি ডুমিনির শিকার হওয়ার আগে থারাঙ্গা করেন ৮৩। ১ উইকেটে৯৮ থেকে ৭ উইকেটে ২০১। অর্থাৎ ১০৩ রানে শ্রীলঙ্কা হারিয়েছে ৬ উইকেট। এরমধ্যে চারটিই স্টেইনের।লঙ্কানদের সামনে যখন ফলো অনের চোখ রাঙানি,উদ্ধারকর্তা হিসেবে আবির্ভাবহলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। রঙ্গনা হেরাথ ও ম্যাথুসের অষ্টম উইকেট জুটিতে এলোসর্বোচ্চ ৭১। ইমরান তাহিরের বলে ফেরার আগে লঙ্কান অধিনায়কের সংগ্রহ ৮৯।সকালে রুদ্রমূর্তির পর মাঝে থিরিমান্নে-ম্যাথুসের প্রতিরোধ। চা-বিরতির পরআবার স্বরূপে স্টেইন। এ স্পেলে বোলিং ফিগার ৫-৩-৮-৩! সব মিলে স্টেইনেরসংগ্রহে ৫০ রানে ৫ উইকেট।