স্কটল্যান্ডের কাছে আয়ারল্যান্ডের বড় হার

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাট মাচানের শতকে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে হারিয়েছে তারা। গত মঙ্গলবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৬ রান করে স্কটল্যান্ড। ৮৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক প্রেস্টন মমসেনের সাথে ৯৬ ও রিচি ব্যারিংটনের সাথে ৯৮ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যান মাচান (১০৩)। তার ১০৮ বলের ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। এছাড়া মমসেন ৫৬ ও ব্যারিংটন ৫২ রান করেন। আয়ারল্যান্ডের ম্যাক্স সরেনসেন ৫৫ রানে নেন ৩ উইকেট। ক্রেইগ ইয়ং ২ উইকেট নেন ৩০ রানে।

জবাবে অ্যালাসডার ইভান্স ও মাজিদ হকের মারাত্মক বোলিংয়ে ২৭ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দু উদ্বোধনী পল স্টার্লিং (৩৭) ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (২৭) ভালো সূচনা এনে দেন আয়ারল্যান্ডকে। তবে ৫৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দিক হারায় দলটি। মাত্র ৫১ রানে শেষ ৯ উইকেট হারানো দলটি বড় ব্যবধানে হার এড়াতে পারেনি। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে দুই অঙ্কে পৌঁছান কেবল গ্যারি উইলসন (১৫)। দীর্ঘদেহী পেসার ইভান্স ৪ উইকেট নেন ১৭ রানে। অফস্পিনার মাজিদ ৩ উইকেট নেন মাত্র ৯ রানের খরচায়। বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা স্কটল্যান্ড রয়েছে বাংলাদেশের গ্রুপে। আগামী ১৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। তার আগের দিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।