সুয়ারেজের গোলে রক্ষা পেল বার্সা

মাথাভাঙ্গা মনিটর: লুইস সুয়ারেজ যদি ৯০ মিনিটে গোল না পেতেন, তাহলে হেরে যেতো বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত, মেসিরা হারেননি। শেষতক কাতালানদের মুখরক্ষা হয়েছে। যখন ধরেই নেয়া হয়েছিল, রিয়াল বেটিসের মাঠ থেকে হেরে ফিরতে হচ্ছে তাদের, তখনই সুয়ারেজের গোল। ম্যাচের তখন ৯০ মিনিট। গত রোববারের ম্যাচে দু’দলের গোল দুটি হয় ১৫ মিনিটের ব্যবধানে। লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকানোর সুযোগ হাতছাড়া করল বার্সা ১-১ গোলে রিয়াল বেটিসের সঙ্গে ড্র করে। অ্যালেক্স অ্যালেগ্রিয়ার গোলে বেটিস এগিয়ে গিয়েছিলো ৭৫ মিনিটে। শেষ মুহূর্তে সুয়ারেজের লক্ষ্যভেদে হার এড়ায় কাতালানরা। বার্সেলোনার অবশ্য দুর্ভাগ্য। জর্ডি আলবার গোল নাকচ করে দেন রেফারি। তার ওপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের হ্যান্ডবলে আবারো গোলবঞ্চিত হয় বার্সা। বেটিসেরও ভাগ্য খারাপ। তাদের দু দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচ শেষে বার্সার কোচ এনরিকে বলেন, ‘বার্সেলোনা বা মাদ্রিদের মতো ক্লাবগুলোর জন্য নিজেদের জেতার পাশাপাশি অন্যদের খোঁড়াতেও হয়। সবকিছু গা ঘেঁষাঘেঁষি করে চলে। কিন্তু আমরা শুধু নিজেদের খেলাটাই নিয়ন্ত্রণ করতে পারি। আগেও বলেছি, আবারো বলি, এখনও সামনে অনেক লম্বা সময়।