সিরিজ জয়ের ফাইনালে মুখোমুখি ভারত-জিম্বাবুয়ে

মাথাভাঙ্গা মনিটর: সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ে। আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে দু দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। প্রথম দু ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচের জয়ী দলই সিরিজ জিতে নিবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে চমকে দেয় জিম্বাবুয়ে। ব্যাট-বলের দুর্দান্ত পারফরমেন্সে টিম ইন্ডিয়াকে ২ রানে হারের স্বাদ দেয় স্বাগতিকরা।

তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। বোলারদের হাত ধরে তিন ম্যাচের সিরিজে সমতা আনে টিম ইন্ডিয়া। তাই সিরিজে সমতা আনা ম্যাচের মতো পারফরমেন্স শেষ টি-টোয়েন্টিতেই করতে চায় ভারত। কারণ তাদের লক্ষ্য সিরিজ জয়। এমনটাই বললেন ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি, ‘দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত করেছেন স্রান ও বুমরাহ। এমন পারফরমেন্স তৃতীয় ম্যাচেও করতে হবে। তবেই সিরিজ জয় করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাটসম্যানদের ভালো স্কোর করতে হবে।