সিরিজ জিতে দেশে ফিরেছে প্রতিবন্ধী ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার: ভারতকে হারিয়ে তিন ম্যাচের ক্রিকেট সিরিজ জিতে দেশে ফিরেছে হুইল চেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দল। গতকাল শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে দলটি আখাউড়া চেকপোস্টে এসে পৌঁছায়। এসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রাক্ষণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন ও আখাউড়া-কসবা সার্কেল (এএসপি) আব্দুল করিম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন এবং প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে ভারতের প্রতিবন্ধী দলের মধ্যে তিন ম্যাচের এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় দিল্লিতে।

দলের অধিনায়ক মো. হাবিব মোল্লা বলেন, দেশের বিভিন্ন জেলার ১৫ জনকে নিয়ে ৬ মাস আগে ক্রিকেট দল তৈরি হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ছয়জন খেলোয়াড় রয়েছে। তিনি আরও বলেন, এই খেলায় তিন ম্যাচের মধ্যে দুটিতে আমরা জয় পেয়েছি। উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল সকালে বাংলাদেশ হুইল চেয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ২১ সদস্য আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলো।