সিঙ্গাপুরে মুখোমুখি ব্রাজিল-জাপান

মাথাভাঙ্গা মনিটর: আগামী ১৪ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে গত বিশ্বকাপেপ্রত্যাশিত সাফল্য না পাওয়া ব্রাজিল ও জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের সাথে এশিয়ার চ্যাম্পিয়নদের ম্যাচটি হবে সিঙ্গাপুরে।আয়োজকরা জানান, ১শকোটি ডলার ব্যয়ে তৈরি সিঙ্গাপুর স্পোর্টস কমপ্লেক্সে প্রায় ৫৫ হাজার ফুটবলপ্রেমী এ ম্যাচটি উপভোগ করতে পারবে।ব্রাজিল ও জাপানের দু নতুন কোচ কার্লোস দুঙ্গা ও হাভিয়ের আগুইররেও নতুন করে দল গোছানোর সুযোগ পাবেন ম্যাচটি দিয়ে।বিশ্বকাপব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নেয়া কোচ লুইস ফেলিপে স্কলারির জায়গায়১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গাকে গত মঙ্গলবার নিয়োগ দেয় ব্রাজিলের ফুটবলসংস্থা।ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে জাপান ছিটকে পড়ায় কোচেরপদ থেকে সরে দাঁড়ান আলবের্তো জাক্কেরনি। ব্লু সামুরাইদের ২০১১ সালের এশিয়াকাপ এনে দেয়া এ কোচের শূন্যস্থান মেক্সিকোর আগুইররেকে দিয়ে পূরণ করেছেজাপান।