সিঙ্গাপুরে ফুটবল একাডেমি স্থাপন করবেন রোনালদিনহো

মাথাভাঙ্গা মনিটর: সিঙ্গাপুরে ফুটবল একাডেমি স্থাপন করতে যাচ্ছেন ব্রাজিলীয় ফুটবল তারকা রোনালদিনহো। এ লক্ষ্যে আগামী সপ্তাহে তিনি সিঙ্গাপুর সফর করতে আসছেন বলে জানিয়েছে স্থানীয় একটি ক্লাব। স্থানীয় ক্লাব তাম্পিনেজ রোভার্স এবং ইন্টারন্যাশনাল ফুটবল গ্রুপের সাথে যৌথ মালিকানায় বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো এই একাডেমিটি প্রতিষ্ঠিত করবেন বলে ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যেটির নাম হবে রোনালদিনহো ফুটবল একাডেমি। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফুটবল স্কুল স্থাপন বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন উভয় পক্ষ।
২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় জাতীয় দলের সদস্য ছিলেন রোনালদিনহো। এছাড়া ২০০৪ ও ২০০৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয় করেন তিনি। এ সময় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ইউরোপ দাবড়ে বেড়ানো রোনালদিনহো তার ক্লাবকে পাইয়ে দিয়েছিলেন দুবার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। ২০০৫ সালে তিনি জয় করেন বেলন ডি’অর খেতাব।