সিঙ্গাপুরে চিকিৎসাধীন মাহমুদের অবস্থা স্থিতিশীল

মাথাভাঙ্গা মনিটর: পরশু রাতে গুরুতর অসুস্থ খালেদ মাহমুদকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ। এই হাসপাতালেই গত জুনে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে নয় লাইনের একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদ বিজ্ঞপ্তিতে সিঙ্গাপুরে থাকা বোর্ডের চিকিৎসক ডা. মনিরুল আমিনের বরাত দিয়ে জানিয়েছেন, খালেদ মাহমুদের অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। গতকাল সকালে তার অবস্থা পর্যবেক্ষণ করবেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সিঙ্গাপুরের নেপিয়ার রোডে ২৭০ শয্যার গ্লেনইগলস হাসপাতাল বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ৪৭ বছর বয়সী খালেদ মাহমুদ গত শনিবার রাতে হঠাত অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার অবস্থা ছিলো সংকটাপন্ন। গত সোমবার সকাল থেকে মাহমুদের অবস্থার উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। মাহমুদের সঙ্গে গেছেন তার বড় ভাই এবং বিসিবির চিকিৎসক ডা. মনিরুল আমিন।