সামির তোপে সমতা ফেরালো ভারত

মাথাভাঙ্গা মনিটর: টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ভিত গড়ে দিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পরের ব্যাটসম্যানরা সেই সুবিধা কাজে লাগাতে পারেননি। মোহাম্মদ সামির দারুণ বোলিঙে দ্বিতীয় ওয়ানডে সহজেই জিতেছে ভারত। গতকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৩ রান করে ভারত। ৭৪ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি। তবে চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও সুরেশ রায়নার শতরানের জুটিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় স্বাগতিকরা। ১৯.১ ওভারে ১০৫ রানের জুটি গড়েন কোহলি-রায়না। দুজনের ব্যাট থেকে আসে ৬২ রান করে। কোহলির ৭৮ বলের ইনিংসটি ৫টি চার সমৃদ্ধ। তুলনামূলক আক্রমণাত্মক ছিলেন রায়না। তার ৬০ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় গড়া। কোহলি-রায়নার বিদায়ের পর দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন মহেন্দ্র সিং ধোনি। ৫১ রানে অপরাজিত থাকা ভারতের অধিনায়কের ৪০ বলের ইনিংসটি ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো। ওয়েস্ট ইন্ডিজের জেরোম টেইলর ৫৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৪৬ ওভার ৩ বলে ২১৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোর সাথে ৬৪ ও কাইরন পোলার্ডের সাথে ৭২ রানের দুটি চমৎকার জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্যের দিকেই নিচ্ছিলেন ডোয়াইন স্মিথ। স্মিথের দৃঢ়তায় এক সময়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিলো ১৭০/২। কিন্তু ৯৭ রান করে তার বিদায়ের পরই খেলার চিত্র পাল্টে যায়। মাত্র ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় অতিথিরা। স্মিথের ৯৭ বলের ইনিংসটিতে ১১টি চার ও ২টি ছক্কা রয়েছে। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ম্যাচসেরা মোহাম্মদ সামি। আগামী মঙ্গলবার বিশাখাপত্নমে হবে তৃতীয় ওয়ানডে।