সানচেজের হ্যাটট্রিকে আবারও শীর্ষে বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটর: আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকে লিওনেল মেসিহীন বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এলশিকে। এতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। আগের রাতে মালাগাকে হারিয়ে টেবিলের বার্সাকে হাটিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বার্সেলোনা তাদের জায়গা আবারও পোক্ত করলো। বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৪৯ করে হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে কাতালানরা। ইনুজরি কাটিয়ে ওঠা লিওনেল মেসি এদিন একাদশে ছিলেন না। তাদের আরেক তারকা ব্রাজিলিযান নেইমারও বদলি হয়ে মাঠ নামেন খেলার শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে। তবে এতে বার্সার জয়রথ থামেনি। মেসির অনুপস্থিতির পর তারা হেরেছে মাত্র একটি মাচ। তবে সপ্তম জয়টি তুলে নিলো রোববার। জাভি দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি মিস করেন। বলটিকে তিনি গোলবারের বাঁদিক দিয়ে বাইরে পাঠান। কিন্তু চীলিয়ান সানচেজ ছিলেন দুর্দান্ত। তিনি ৭, ৬৩ ও ৬৯ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন। আর মাঝে ১৬ মিনিটে একটি গোল করেন পেদ্রো।