সরে দাঁড়াচ্ছেন না দেল বস্ক

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেনভিসেন্তে দেল বস্ক। ধারণা করা হয়েছিলো যে, হয়তো লজ্জাজনক এ বিশ্বকাপমিশনের পর সরেই দাঁড়াবেন স্পেনের অন্যতম সফল এ কোচ। কিন্তু শেষ পর্যন্ততেমন নাটকীয় সিদ্ধান্ত নেননি দেল বস্ক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি অনুযায়ী কোচের দায়িত্ব পালন করে যাবেন ২০১৬ সালের ইউরো কাপ পর্যন্ত।২০০৮ সালে স্পেনের ইউরো কাপ জয়ের পরপরই কোচের দায়িত্ব নিয়েছিলেন দেলবস্ক। এরপর তার হাত ধরেই সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছিলো স্প্যানিশ ফুটবল।২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১২ সালের ইউরো কাপের শিরোপাও উঠেছিলোস্প্যানিশ ফুটবলারদের হাতে। কিন্তু এবারের ব্রাজিল বিশ্বকাপে ভয়াবহবিপর্যয়ের মুখে পড়েছে স্পেন। হল্যান্ডের কাছে ৫-১ গোলে ও চিলির কাছে ২-০গোলে হেরে বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। কিন্তু মাত্র দুটি ম্যাচেরজন্য যে বিগত ছয় বছরের অনেক অর্জন-সাফল্য ম্লান হয়ে যাবে না- সেটাই সবাইকেমনে করিয়ে দিয়েছেন দেল বস্ক। কোচের পদ ছাড়ছেন না জানিয়ে তিনি বলেছেন, আমিফেডারেশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছি। আর আমারমনে হয়, আমরা একটা স্থিতিশীল ফেডারেশন। ছয় বছর ধরে আমরা যা অর্জন করেছি,সেটা মাত্র দুটি ম্যাচের জন্য মুছে যাবে না। তারা আমার কাজের মূল্যায়নকরেছে। আর আমরা আগের মতোই এগিয়ে যাবো।

কোচের পদ থেকে যে সরে দাঁড়াবেন না,তেমন ইঙ্গিত অবশ্য বিশ্বকাপ মিশন শেষহওয়ার পরপরই দিয়েছিলেন দেল বস্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষম্যাচের পর তিনি বলেছিলেন, আমাদের ফুটবলের জন্য যেটা ভালো হয়, আমরা তেমনসিদ্ধান্তই নেবো।