সমালোচনা মেনে নিলেন বার্সা কোচ

মাথাভাঙ্গা মনিটর: সেলতা ভিগোর কাছে হেরে যাওয়ার পর সমালোচনা মেনে নিলেন লুইস এনরিকে। তবে এই পরাজয়ে আটকে না থেকে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দল মনোযোগ দিচ্ছে বলে জানান বার্সেলোনার কোচ। নিজেদের মাঠ ক্যাম্প নউয়ে শনিবার রাতে স্পেনের লা লিগায় সেলতা ভিগোর কাছে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেন, পরাজয় সবসময়ই শঙ্কা তৈরি করে। এ ধরণের পরিস্থিতিতে মানুষ অন্য কিছু ভাবতে থাকে। কিন্তু আমরা না। পুরো ম্যাচে অবশ্য ভালো খেলে বার্সেলোনাই। তবে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ সমৃদ্ধ বার্সেলোনার একের পর এক গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন সেলতা ভিগোর গোলরক্ষক সের্হিও আলভারেস। দুর্ভাগ্যও যেন ভর করেছিল মেসি-নেইমারদের ওপর। দুই তারকার দুটি করে প্রচেষ্টা গোলপোস্টে বাধা পায়। প্রতিযোগিতামূলক ম্যাচে ক্যাম্প নউ অভিষেকে গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেসও। সব মিলিয়ে দুর্দান্তভাবে মরসুম শুরু করা বার্সেলোনাকে টানা দ্বিতীয় হার মেনে নিতে হয়। লা লিগায় এর আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারে তারা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন আছে তৃতীয় স্থানে। আর গ্রানাদাকে ৪-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। করদোবাকে ৪-২ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। এনরিকে অবশ্য সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চান। এখন আমরা ভালো একটি সপ্তাহ আশা করতে পারি। আমাদের দায়িত্ব হচ্ছে পরের ম্যাচের জন্য তৈরি হওয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা পিএসজির চেয়ে এক পয়েন্ট কম তাদের। আর আয়াক্স আছে তৃতীয় স্থানে।