সমর্থন পেতে আফ্রিকাকে ঘুষ দিয়েছিলো কাতার

 

মাথাভাঙ্গা মনিটর: ২০২২ বিশ্বকাপের জন্য নিজেদের বিড কংগ্রেসে উপস্থাপনের সমর্থনের জন্য আফ্রিকান ফুটবল কনফেডারেশনেকে কাতার ১.৮ মিলিয়ান মার্কিন ডলার দিয়েছিলো বলে এক উর্ধ্বতন আফ্রিকান কর্মকর্তা ফ্রেঞ্চ ম্যাগাজিনে স্বীকার করেছেন। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) এর সভাপতি ইসা হায়াতু আরো জানান, ২০১০ সালের জানুয়ারিতে অ্যাঙ্গোলান রাজধানীতে অনুষ্ঠিত এ কংগ্রেসের আগে প্রদানকৃত এ অর্থের পেছনে নেতিবাচক কোনো কিছু তিনি দেখেননি। ওই একই বছর ফিফার বিতর্কিত ভোটে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে কাতার। সমালোচিত ওই ভোট নিয়ে এখন সুইস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।