সমর্থকদের হাতে মেসিরা হেনস্থ

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার খেলোয়াড়রা কোপা ডেল রে’র ফাইনালে ব্যর্থ হওয়ার পর ক্যাম্প ন্যুতে ফিরে এলে সমর্থকদের একটি অংশ তাদের হেনস্থা করে। সমর্থকরা তাদের ভাড়াটে সৈনিক বলে চিত্কার করে ওঠে। এদের কারণে খেলোয়াড়দের পেছনের দরজা দিয়ে বের করে নেয়া হয়। তারা বিশেষ করে কোচ টাটা মার্টিনো এবং লিওনেল মেসির কোথায় জানতে চান বলে স্পানিশ ক্রীড়া একটি দৈনিকে খবর বেরোয়।

এদিকে বার্সেলোনা কোচ মার্টিনো হারটির পরও দলের খেলার ধরণ পাল্টাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি অবশ্য এ পরাজয়ের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমি হারটির জন্য এবং আমাদের সমর্থকদের জন্য দুঃখিত। এ দলটির এখনো অনেক দূর যাওয়ার এবং অনেক ইতিবাচক কাজ করার আছে।

তিনি হারের কারণে নিজের ভবিষ্যত নিয়েও কিছু করার নেই বলে জানান। বার্সেলোনা খেলাটিতে ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলেই রাখে। যদিও বেল ৮৫ মিনিটে তাদের সর্বনাশ করেন। দল সম্পর্কে তিনি বলেন বার্সেলোনার কৌশল বদলানো কোন বিকল্প নয়।