সফর শুরুর ঠিক আগে চাকরি হারালেন সিমন্স

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ দল জানতে পারলো, সঙ্গে যাচ্ছে না কোচ! সফরের ঠিক আগে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ফিল সিমন্সকে। ঘোষণাটি এসেছে আচমকাই। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত শনিবার বোর্ড পরিচালকদের সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব দেওয়া হয় সিমন্সকে। শুরু থেকেই নানা বিষয়ে বোর্ডের সঙ্গে দেখা দেয় কোচের দ্বন্দ্ব। গত বছর শ্রীলঙ্কা সফরের আগে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন সিমন্স। বোর্ড তখন সাময়িকভবে বরখাস্ত করেছিল তাকে। পরে সঙ্কট কেটে গেলে দায়িত্বে ফেরানো হয় সিমন্সকে। কিন্তু নানা সময়ে সিমন্সের অসন্তুষ্টির খবর এসেছে সংবাদমাধ্যমে। বোর্ডের পাঠানো বিবৃতিতে বরখাস্তের কারণ হিসেবে ইঙ্গিত করা হয়েছে সেসব দিকেই। সাম্প্রতিক সময়ে কোচের বিভিন্ন প্রকাশ্য মতামত ও তার নিজস্ব ভাবনা থেকে বোঝা গেছে যে আমাদের বিশ্বাস ও কৌশলগত ভাবনায় পার্থক্য আছে। বোর্ড তাই কোচকে তার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ পথচলার জন্য থাকছে শুভকামনা।