সন্দেহ গাঙ্গুলীর

 

মাথাভাঙ্গা মনিটর: মহেন্দ্র সিং ধোনি ওডিআইতে ‘চ্যাম্পিয়ন’ খেলোয়াড় কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আদৌ সেই পরিমাণ ভালো খেলোয়ার কিনা সন্দেহ আছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত বুধবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ধোনির ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র একটি হাফ সেঞ্চুরি! এই পরিসংখ্যান থেকে কেউ যদি মহেন্দ্র সিং ধোনিকে বলেন, তিনি টি- টোয়েন্টি ক্রিকেটার নন, তবে তাকে খুব একটা দোষ দেয়া যায় না। ধোনি নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার। তবে তা শুধুই ওয়ানডেতে। ধোনিকে টি-টোয়েন্টি ক্রিকেটার মানতে নারাজ গাঙ্গুলী। তিনি বলেন, ধোনি খুব ভাল টি- টোয়েন্টি ক্রিকেটার কি না, এ নিয়ে আমি ঠিক নিশ্চিত নই। ওয়ানডে ক্রিকেটে ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু ধোনির টি- টোয়েন্টির পরিসংখ্যানে দেখা যায় দশ বছরে ও একটা হাফ সেঞ্চুরি করেছে। যেটা টি- টোয়েন্টিতে খুব একটা ভালো রেকর্ড নয় বলেই মনে হয়। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে ৭৬ ম্যাচ খেলে ধোনির ঝুলিতে মাত্র একটি হাফ সেঞ্চুরি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ১৬। আইপিএলে নির্ভার হয়ে পারফরম্যান্স করার জন্য প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধোনিকে। তবু ১০ম আসরে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গাঙ্গুলী আরো বলেন, ওয়ানডেতে জায়গা ধরে রাখতে হলে নিজেকে প্রমাণ করে টিকে থাকতে হবে ধোনির।

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক জানান, আমি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবেচনা করবো তবে অবশ্যই তাকে রান করে নিজেকে প্রমাণ করতে হবে। এই রান তাকে নিজের এবং পেশার খাতিরেই করতে হবে। এটা তাকে করতেই হবে নিজেকে টিকিয়ে রাখতে।